মন্তব্যের নীতিমালা

www.arafathasan.me-এ আপনাকে স্বাগত। এখানে আপনার অংশগ্রহণে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি যে প্রত্যেক অংশগ্রহণকারী এই জায়গাকে তার নিজের বাড়ির মতো মনে করবে এবং নিশ্চয়তা দিতে চাই যাতে সকলে অন্য অংশগ্রহণকারীদের নিজের বাড়ির সদস্য মনে করে তদ্রুপ আচরণ করে। এ উদ্দেশ্যে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয়, বাড়ির উপযুক্ত পরিবেশ নিশ্চিতে মন্তব্য মুছে দেবার মতো কঠিন কাজও করতে হয়। এ জন্য আমাদের একটি নীতিমালাও প্রণয়ন করতে হয়েছে। আমরা মনে করি যে এই নীতিমালার সকল ধারাই আপনি জানেন, বোঝেন এবং মানেন; তদুপরি আমরা আপনাকে নীতিমালাটি পাঠ করতে অনুরোধ করছি।

বক্তব্যের সুর এবং আপনার মনোভাব

গরম গরম আলোচনা এবং বিতর্ক স্বাগত। তবে ব্যক্তিগত আক্রমণ বা আঘাত করার উদ্দেশ্য সম্পন্ন মন্তব্য গ্রহণযোগ্য নয়। সর্বদা সকল পরিস্থিতিতে শালীনতা বজায় রাখুন, আপনার মন্তব্যে নম্রতা ও ভদ্রতা প্রকাশ করুন। কোন কারণে উত্তেজিত হলে খানিক বিরতি নিন, শান্ত হোন, অতঃপর মন্তব্য করুন। কোনক্রমেই উত্তেজিত অবস্থায় মন্তব্য করবেন না। এই ভার্চুয়াল জায়গাতেও বাস্তব জীবনের সামাজিক ভদ্রতা ও আচরণ আপনাকে বজায় রাখতে হবে। অর্থাৎ ধরে নেবেন যে অপরিচিত লোকজন আছে এমন কোন কোন চায়ের আড্ডায় আপনি আপনার মন্তব্য পেশ করছেন। অন্যের মত, বিশ্বাস, পছন্দ, আচরণ, প্রথাকে সম্মান করুন। আপনার পরমতসহিষ্ণুতা একান্ত কাম্য।

বিদ্বেষ বা ঘৃণামূলক মন্তব্য

বিদ্বেষ বা ঘৃণামূলক মন্তব্য গ্রহণযোগ্য নয়। কোন সম্প্রদায়, গোষ্ঠী, গোত্র, জাতি, দল, শ্রেণির (মতাদর্শ, দেশ, জাতি, লিঙ্গ, ধর্ম, রাষ্ট্র, প্রতিষ্ঠান বা এমন অন্য কোন কিছু ভিত্তিক সম্প্রদায়, গোষ্ঠী, গোত্র, দল জাতি বা শ্রেণি) প্রতি বিদ্বেষ বা ঘৃণামূলক মন্তব্য কিংবা এসবের অন্য কোন রূপকে বরদাস্ত করা হবে না। নারীবিদ্বেষী, কট্টর জাতিবাদী, জাতিবিদ্বেষী, লৈঙ্গিকবৈষম্যবাদী, সমপ্রেম-বিদ্বেষী, বর্ণবাদী, ফ্যাসিবাদী, নাৎসিবাদী মন্তব্য অগ্রহণযোগ্য বিবেচিত হবে। সকল মতাদর্শের সমালোচনা এমনকি মতাদর্শের প্রতি বিদ্বেষ চলবে, তবে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা সম্প্রদায়ের প্রতি ঘৃণা চলবে না।

পণ্য কিংবা মত প্রচার

প্রচারের উদ্দেশ্যে সকল মন্তব্য নিষিদ্ধ। কোন ব্রান্ড, পণ্য, ওয়েব ঠিকানা, মতাদর্শ, ধর্ম, ষড়যন্ত্রত্ত্ব, ছদ্মবিজ্ঞান বা অন্য কোন কিছুই প্রচার করা যাবে না। তবে তা প্রাসঙ্গিক হলে প্রচারের উদ্দেশ্য ব্যতিরেকে আলাপে উত্থাপণ করা যাবে। মনে রাখবেন যে প্রচার এবং আলোচনার মধ্যে সুস্পষ্ট সীমারেখা আছে।

বক্তব্যের স্পষ্টতা এবং অভিপ্রায়

আপনার লেখা পরিষ্কার ও সুস্পষ্ট করার ব্যাপারে সচেতন হোন, তা নাহলে করলে ভুল বোঝাবুঝি হতে পারে। মন্তব্য পেশ করার আগেই তা পর্যালোচনা করুন। খেয়াল রাখুন যে আপনি যে অভিপ্রায়ে মন্তব্য করছেন অন্যরা যাতে তা ধরতে পারে।

মনে রাখবেন যে লেখা সবসময় আলোচনার জন্য আদর্শ মাধ্যম নয়। আপনার বক্তব্যের সুরটি— গুরুতর, ব্যঙ্গাত্মক বা হালকা চালের হলেও, অন্যের কাছে সর্বদা সুস্পষ্ট নাও হতে পারে। বিক্ষুব্ধ অংশগ্রহণকারীকে “আপনি ব্যাঙ্গ নিতে পারেন না” বা “আপনি সম্ভবত কটাক্ষ বুঝতে পারছেন না” জবাব দিলেই মামলা খারিজ হয়ে যায় না।

মন্তব্যের প্রাসঙ্গিকতা ও গঠনমূলকত্ব

আলোচ্য বিষয়ের সাথে বা পাতার লেখার সাথে প্রাসঙ্গিক মন্তব্য করুন। ত্যানা পেঁচাবেন না। আপনার মন্তব্য অবশ্যই গঠনমূলক হতে হবে। অহেতুক, অর্থহীন, অপ্রয়োজনী মন্তব্য করবেন না। আলোচনাকে বিষয়সূচির মধ্যেই রাখুন। আপনার নিজের কথা বলুন, অন্যের কথা বা লেখা হুবহু কপি-পেস্ট করে দেবেন না– বরং আলোচনার প্রয়োজনে উদ্ধৃত করুন।

পর্নোগ্রাফি

মন্তব্যে কোন ধরণের পর্নোগ্রাফিমূলক কোন কিছু থাকা যাবে না। পর্নোগ্রাফি আছে এমন কোন ছবি, ভিডিয়ো, অডিয়ো, লিংক, লেখা দেয়া যাবে না। দেখামাত্র মুছে দেয়া হবে।

লিংকের সারকথা উল্লেখ

আলাপের সূত্রে কোনো লিংক উল্লেখ করলে সেই লিংকের বক্তব্যের সারকথা লিংকের সাথে লিখে দিন। এটা আবশ্যিক নয়, আলোচনার সুবিধার্থে।

নামের বিকৃতি

কারও নাম বিকৃত করা যাবে না। তাচ্ছিল্যকর কিংবা মানহানিকর সম্বোধনে কাউকে সম্বোধিত করা যাবে না। হেয়জ্ঞান করার উদ্দেশে কারও নামের কেবল এক পদ ধরে সম্বোধন করা যাবে না। দ্বিপদী সম্বোধনের পরামর্শ দেয়া হচ্ছে। তাচ্ছিল্যকরণের উদ্দেশ্যে নামের সংক্ষেপন নামের বিকৃতি হিসাবে বিবেচিত হবে।

ছদ্মবেশ

লেখক বা অন্য মন্তব্যকারীর ছদ্মবেশ ধারণ করা যাবে না। এই সাইটে অংশগ্রহণকারীকে কেবল একটি প্রোফাইল বজায় রাখতে বলা হচ্ছে। যদি দেখা যায় যে কোন অংশগ্রহণকারী একাধিক প্রোফাইল ব্যবহার করে মন্তব্য করে যাচ্ছেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সমালোচনা

আমরা আমাদের কাজের সমালোচনা খোলা ও খুশি মনে গ্রহণ করি, এবং যে কোন মন্তব্যকারী বা অংশগ্রহণকারীগণ, যারা আমাদের লেখা বা কাজের সাথে মতবিরোধ বা উদ্বেগের কথা বলতে পছন্দ করেন তাদের বিরুদ্ধে আমরা কখনও ব্যবস্থা নেব না। আপনি যদি কোন ভুল বা টাইপের ভুল পান তাহলে দয়া করে আমাদের জানান।

হুমকি

লেখক বা অন্য কোন মন্তব্যকারীর বিরুদ্ধে কোন ধরণের হুমকি দেয়া কিংবা হুমকি দেয়ার ভাব প্রদর্শন করা যাবে না। প্রয়োজনবোধে আমরা আইনের আশ্রয় নেবো।

মন্তব্যের হড়কা-বান

কোন স্বয়ংক্রিয় বা অস্বয়ংক্রিয় পদ্ধতিতে মন্তব্যের হড়কা-বান সৃষ্টি করে করে মন্তব্যের বাক্স স্রোতে ভাসিয়ে দেয়া নিষিদ্ধ। এরকম ঘটলে আমরা প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবো।।

আমাদের উত্তর প্রদান ও অংশগ্রহণ

আমাদের পক্ষে সবসময় সব মন্তব্যের প্রত্যুত্তর দেয়া সম্ভব নাও হতে পারে। তবে আমরা উত্তর দেয়ার চেষ্টা করি। উত্তর দেয়া বা না-দেয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।

মন্তব্যের ভাষা

এই সাইটে বাংলা ও ইংরেজি দুটি অংশ আছে। অংশ দুটিতে সংশ্লিষ্ট ভাষায় মন্তব্য করতে অনুরোধ করছি। তবে অবশ্যই বাংলা মন্তব্য বাংলা হরফে, ইংরেজি মন্তব্য রোমান হরফে লিখতে হবে। অর্থাৎ যে ভাষায় লেখা হচ্ছে সেই ভাষার সংশ্লিষ্ট প্রচলিত বর্ণমালা ব্যবহার করতে হবে।

মন্তব্যের দায়

মন্তব্যকারীদের দ্বারা কৃত মন্তব্যের সম্পুর্ণ দায়ভার কেবল ও কেবলমাত্র সংশ্লিষ্ট মন্তব্যকারীর। আমরা এই সাইটে অংশগ্রহণকারী কোন মন্তব্যকারীর কোন মন্তব্যের কোনরূপ দায় বহন করি না।

মন্তব্যের সংজ্ঞা

মন্তব্য বা বক্তব্য বলতে বোঝানো হচ্ছে টেক্সট, ছবি, ভিডিয়ো, অডিয়ো, যেকোন ধরনের মিডিয়া কিংবা যা এই সাইটে অংশগ্রহণকারীগণ কর্তৃক এই সাইটে প্রকাশ করা যায় তা। অংশগ্রহণকারী বোঝাচ্ছে এই সাইটের সকল পাঠক, দর্শকদের। মন্তব্যকারী হলেন তারা যারা এই সাইটে কোন অনুমোদিত ক্ষেত্রে মন্তব্য পেশ করেন।

সংরক্ষিত অধিকারসমুহ

এই নীতিমালা যে কোন সময়, কোন নোটিশ ব্যতিরেকেই সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, সংকোচন কিংবা বাতিল করার অধিকার আমরা সংরক্ষণ করি। মনে রাখবেন যে এটা আমাদের ভার্চুয়াল এলাকা। এখানে আপনার মন্তব্য করতে পারা আপনাকে দেয়া আমাদের একটি বিশেষ সুবিধা, এটা আপনার অধিকার নয়। যে কোন মন্তব্য বিনা নোটিশে মুছে দেয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।

ভরসা রাখুন, আমাদের কোন নীতি লঙ্ঘিত না হলে আমরা কোন মন্তব্য মুছে দেবো না এবং আমরা পরমতসহিষ্ণুতার প্রতি শ্রদ্ধাশীল।

আরাফাত হাসান
১৯শে অক্টোবর, ২০২০ খ্রিষ্টাব্দে সর্বশেষ সংশোধিত।