কীভাবে ভালো রেজুমে লিখতে হয়, সেটা গুগল করলেই অনেক ভালো ভালো পরামর্শ পাওয়া যায়। গুগল করে সচরাচর চোখে পড়ে না এমন আমি কতক পয়েন্ট করেছিলাম, পয়েন্টগুলো বহুদিন ধরে নানা ওয়েবসাইট দেখতে দেখতে অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। ফলে খানিক বিচ্ছিন্ন, উল্টাপাল্টা। তবে যারা সিভি বা রিজিউম লিখতে চাচ্ছেন, বিশেষত নতুনদের, কাজে লাগবে।...